কলাপাড়া সংবাদদাতা | ২০ জুলাই ২০২০
তিন দিন ধরে কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মৃত ডলফিন, শুশুক ও তিমি। সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিমে লেম্বুর বন ও গঙ্গামতি সৈকতে এ মৃত প্রাণিগুলো আটকে রয়েছে। সাগরের জোয়ারের সময় এরা ভেসে এসে বালুচরে আটকে পড়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানিয়েছেন, পর্যটক ও স্থানীয়দের কাছ থেকে মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়েছেন। এর কারণ অনুসন্ধানে মৎস্য গবেষণা কেন্দ্রের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার সোমবার দুপুরে কুয়াকাটায় পরিদর্শনে যাবেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানির দূষণ কিংবা জেলেদের জালে আটকা পড়ে প্রাণিগুলোর মৃত্যু হতে পারে।
কুয়াকাটা সৈকতে পর্যটকদের ওয়াকিং সৈকতে মরা প্রাণি আটকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
কুয়াকাটা পৌর কর্তৃপক্ষ ও বিচ ম্যানেজমেন্ট কমিটি এখনো মৃত প্রাণিগুলো সরানোর উদ্যোগ নেয়নি।
স্থানীয়দের ধারণা, জেলেদের জালে আটকে পড়া এসব ডলফিন ও শুশুক জেলেরা মেরে সাগরে ফেলে দিয়েছে।