ভ্রাম্যমান প্রতিনিধি | ০৫ আগস্ট ২০২০
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
কার্যক্রম শুরুর প্রথম দিনে বুধবার (৫ আগস্ট ২০২০) মিরপুর রোডের সিটি কলেজ থেকে ল্যাবএইড হাসপাতাল ও জিগাতলা বাস স্ট্যান্ডের আশপাশের এলাকায় এবং নগর ভবনের চারপাশে উচ্ছেদ কার্যক্রম চলে।
কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান জানিয়েছেন, কর্পোরেশনের আওতাধীন এলাকায় অবৈধ ক্যাবল উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।