করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং তার স্ত্রী ডা. শায়লা শাগুফতা ইসলামের। রোববার সকালে কোভিড-১৯ টেস্টের জন্য তারা নমুনা দেন এবং রাতে টেস্টের ফল থেকে এ তথ্য জানা গেছে।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন জানিয়েছেন, মেয়র মো. আতিকুল ইসলাম বাসায় আছেন। তার সামান্য উপসর্গ আছে, তবে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। তারা রোগমুক্তির জন্য নগরবাসীর দোয়া কামনা করেছেন।