লিবীয় উপকূল থেকে প্রায় ৩০০ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ইউএনএইচসিআর লিবিয়া টুইটার বার্তায় জানায়, লিবীয় কোস্ট গার্ড ডুবন্ত নৌকা থেকে প্রায় ৩০০ ব্যক্তিকে বাঁচিয়ে ত্রিপোলিতে ফিরিয়ে এনেছে।
ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক উদ্ধার কমিটি প্রাণে বেঁচে যাওয়া সকলকে চিকিৎসা সহযোগিতা, বিশুদ্ধ খাবার পানি, খাদ্য ও মানবিক সামগ্রী প্রদান করেছে বলে টুইট বার্তাটিতে উল্লেখ করা হয়েছে। উদ্ধার করা সকল অভিবাসীকে ছেড়ে দেয়া হয় বলেও জানা গেছে।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোতে যেতে মরিয়া অভিবাসীদের জন্য আফ্রিকা ছাড়ার সুবিধাজনক পয়েন্টে পরিণত হয়েছে লিবিয়া। দেশটির নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে পড়ায় এবং চরম বিশৃংখলা ছড়িয়ে পড়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে।