নিজস্ব সংবাদদাতা, ১১ জানুয়ারি ২০২১
নওগাঁর রাণীনগর উপজেলার খট্টেশ্বর হাদীপাড়া গ্রামে একটি বেকারী দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন জানান, সদরের পুরাতন হাটখোলা হাদীপাড়া গ্রামের উৎপল সরকার দোকানে মেয়াদোত্তীর্ণ পাউরুটি, চানাচুর, বিস্কুটসহ এলাকার বিভিন্ন দোকানে সরবরাহ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।